Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১০:৫৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৩:৪৫

ঢাকা: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মাজেদ খান (৩৫) নামে এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মাজেদ খান সিলেট জেলার কুলাউড়া উপজেলার ইসহাক খানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌছায়। পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হলে কয়েক মিনিটের দূরত্বে মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথর বোঝাই করা একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির দ্বিতীয় বগিতে আঘাত লাগে। এ সময় ওই অসাবধানতাবশত ট্রেনের জানালা দিয়ে ওই যাত্রী বাইরে হাত বাইরে থাকায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে আহত অবস্থায় মাজেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। পরে ওই এলাকায় একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকের ও তার সহযোগী পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

কব্জি বিচ্ছিন্ন টপ নিউজ হাতের কব্জি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর