সকাল সাড়ে ৭টায় ১৫ জন কর্মী নিয়ে রিজভীর মিছিল
৬ নভেম্বর ২০২৩ ০৯:৫৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ১৬:০৯
ঢাকা: গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সকালে ১৫ জন কর্মী নিয়ে মিছিল করেছেন।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও তালতলা পল্লীমা সংসদ থেকে মিছিল বের করে খিলগাঁও থানার দিকে এগিয়ে যান তারা।
কিছু দূর যাওয়ার পর কয়েক মিনিটের জন্য রাস্তায় অবস্থান শেষে দ্রুত নিরাপদ গন্তব্যে চলে যান রিজভী এবং তার অনুসারীরা।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সালসহ অনান্যরা।
এ সময় রিজভী বলেন, দমন-পীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে কর্মীদের মনোবল ভাঙা যাবে না। নির্যাতন যত বাড়ছে নেতা-কর্মীরা তত বেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছে।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের আন্দোলন সফল হবেই। বাংলাদেশের জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবল-তাবল বলছেন। কারণ, তারা বুঝে গেছেন তাদের পতন সন্নিকটে।’
এদিকে সকাল ৮টার দিকে ধামন্ডি ২৭ নম্বরে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী।
মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, নুরুজ্জামান সরদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান সেতু, জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মকশেদুর রহমান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, আসাদুজ্জামান আসাদ, সম্পাদক ফয়সাল হাসমী দীপু, মোহাম্মদ টিটু, বিপ্লব কেন্দ্রীয়, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ পলাশসহ অনান্যরা।
সারাবাংলা/এজেড/ইআ