Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়াল সেতু থেকে ট্রেন ছিটকে নিহত ৩


১৯ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডুপন্ট শহরের কাছে একটি মহাসড়কের উড়াল সেতু থেকে অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। দেশটির ডুপন্ট ফায়ার সার্ভিসের প্রধান ল্যারি ক্রিকমোর খবরটি নিশ্চিত করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে এর কয়েকটি বগি নিচে মহাসড়কে পড়ে যায়। ট্রেনটিতে ৭৭ জন যাত্রী নিয়ে সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাচ্ছিল। পথেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছে। বিবিসিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির গভর্নরের কার্যালয় থেকে পিয়ারস ও থার্সটন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/ এমএইচটি

ওয়াশিংটন ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর