Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ০০:২৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

রোববার (৫ নভেম্বর) রাত পৌনে ১০টায় অক্সিজেন মোড় এলাকায় রেল বিটের সামনে এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে চলে যায়। তখন বাসে কেউ ছিল না। আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। বাসের আগুন নেভানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

আরও পড়ুন- রাজধানীতে এক সন্ধ্যায় পুড়ল যাত্রীবাহী ৩ বাস

এর আগে রোববার সকালে নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দেয় দুর্বত্তরা।

গত সপ্তাহে ৭২ ঘণ্টার অবরোধের পর রোববার ও সোমবার আবারও অবরোধ ডাকে বিএনপি-জামায়াত। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি।

সারাবাংলা/আইসি/টিআর

চট্টগ্রামে বাসে আগুন টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর