Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে দেশে এলো ডিমের প্রথম চালান

লোকাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ২৩:৩৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০১:৪৯

বেনাপোল: ভারত থেকে আমদানি করা ডিমের প্রথম চালান ঢুকেছে বাংলাদেশে। রোববার (৫ নভেম্বর) রাতে পেট্রাপোল দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে প্রায় ৬২০০০ পিস ডিম। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ করপোরেশন ভারতীয় রফতানি কারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি আমদানি করেছে।

আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, রাত ৭টার দিকে বেনাপোল বন্দরে ডিমের প্রথম চালানটি প্রবেশ করে। আমদানিকৃত ডিমের মূল্য ২৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মূল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘ডিমের চালানটি যেহেতু জরুরি ও পচনশীল, সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করে খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি রাতেই সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আমরা পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছি।’

সারাবাংলা/পিটিএম

চালান টপ নিউজ ডিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর