Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারলে মানুষ আর বিদেশ যাবে না’

শিক্ষানবীশ প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৩ ২২:৪৭

চট্টগ্রাম ব্যুরো: ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারলে মানুষ আর বিদেশ যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার (৫ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের ক্যানসার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি চিকিৎসক ও পরিচালকদের অনুরোধ করব চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে ও রোগীদের যত্ন নিতে। কারণ, আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য প্রায়ই বাইরের দেশে চলে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এখানে ভালো চিকিৎসা নিশ্চিত করতে পারেন তাহলে মানুষ আর বিদেশ যাবে না।’

তিনি আরও বলেন, ‘অনেক প্রবাসী ভাই-বোন আছেন যারা অনকোলজি বিশেষজ্ঞ। তারা যদি মাঝে মাঝে এসে এখানে রোগীদের সময় দেন এবং পরামর্শ প্রদান করেন তাহলে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে। এখানে রোগীদের স্বল্পব্যয়ে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে হবে।’

এদিন হাসপাতালের নতুন ক্যানসার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারে ক্যানসার রোগীদের জন্য লিনিয়ার এক্সিলেরাটর মেশিন, আইসিইউ, কেবিন, সাধারণ শয্যাসহ ১১ তলা ভবনে মোট ১০০ শয্যা উদ্বোধন করা হয়।

দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসাইন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ।

সারাবাংলা/ওইউ/পিটিএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর