Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতা: ঢাকায় ৮ দিনে গ্রেফতার দেড় হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ২০:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০২:০৪

ঢাকা: বিএনপির সমাবেশের দিন থেকে শুরু করে আট দিনে সহিংসতা-নাশকতার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেফতার করেছে দেড় হাজার ব্যক্তিকে। এর আগের সাত দিন মিলিয়ে ১৫ দিনে গ্রেফতারের সংখ্যা দুই হাজারের বেশি। একই সময়ে রাজধানীতে আইনশৃঙ্খলা ও সহিংসতার মামলা হয়েছে ৮৯টি।

ডিএমপির আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতার সংক্রান্ত প্রাত্যহিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির সমাবেশের দিন ২৮ অক্টোবর থেকে গতকাল শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত আট দিনে ডিএমপি মোট এক হাজার ৫০২ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। দেখা গেছে, এই ১৫ দিনে গ্রেফতারের সংখ্যা দুই হাজার ১৭২।

গ্রেফতার ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী কি না— জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি বলেন, ‘সহিংসতার ঘটনায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সদস্য কি না, তা বলা যাবে না।’

ডিএমপির দেওয়া হিসাব অনুযায়ী— গত ১৫ দিনের মধ্যে সবেচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ২৮ অক্টোবর, ৬৯৬ জন। পরদিন ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন ও ৪ নভেম্বর ৩৭ জন গ্রেফতার হয়েছেন। এর আগে ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৬ অক্টোবর ২০২ জন এবং ২৫ অক্টোবর ১১ জন গ্রেফতার হয়েছিলেন।

এলাকাভিত্তিতে সবেচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন ওয়ারী থানায়— ৫২৫ জন। এ ছাড়া মিরপুরে ৪৯২ জন, লালবাগে ৪০২ জন, মতিঝিল ২৮৮ জন, তেজগাঁও ১৬৫ জন, গুলশান ১৫৬ জন, রমনা ১২৮ জন ও উত্তরায় ২৫ জন গ্রেফতার হয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সবচেয়ে বেশি মামলা হয়েছে এককভাবে মতিঝিল থানায়— সাতটি। অন্যদিকে মিরপুর এলাকার সাতটি থানায় মামলা হয়েছে ১৬টি। এ ছাড়া ওয়ারীর ছয় থানায় ১২টি, গুলশানের চার থানায় ১০টি, রমনার দুই থানায় আটটি, লালবাগের দুই থানায় পাঁচটি, তেজগাঁওয়ের তিন থানায় পাঁচটি এবং উত্তরার উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা হয়েছে।

ডিএমপি গত ১৫ দিনে দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার দেখালেও বিএনপির দাবি অবশ্য ভিন্ন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গত ১৪ দিনে সারাদেশে বিএনপির সাত হাজার ৭০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ ডিএমপি সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর