Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএনএফ-শান্তি কমিটির পরের বৈঠক ডিসেম্বরে, ৪ বিষয়ে সমঝোতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৯:২৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ২০:৪৭

কেএনএফ-শান্তি কমিটি বৈঠক। ছবি: সারাবাংলা

বান্দরবান: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবানে বহুল আলোচিত সশস্ত্র বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে দুপক্ষের মধ্যে ফের বৈঠক হবে। এর আগ পর্যন্ত সশস্ত্র তৎপরতা বন্ধ রাখাসহ চার বিষয়ে সমঝোতা হয়েছে বৈঠক থেকে।

রোববার (৫ নভেম্বর) সকালে জেলার রুমা উপজেলার মুনলাই পাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রথম কেএনএফের সঙ্গে কোনো পক্ষের সশরীরে বৈঠক হলো।

বিজ্ঞাপন

কেএনএফ প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং টিম লিডার এন্ডার লাল এং লিয়ান এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্যশৈহ্লা নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক সূত্র নিশ্চিত করেছে, দুপক্ষের মধ্যে চার বিষয়ে সমঝোতা স্বারক সই হয়েছে।

যে চার বিষয়ে সমঝোতা হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টি। দুপক্ষ একমত হয়েছে— শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম চলাকালীন কেএনএফ কোনো সশস্ত্র তৎপরতায় লিপ্ত হবে না, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা রাখতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে।

কেএনএফ-শান্তি কমিটি বৈঠক উপলক্ষে ছিল গোটা এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা। ছবি: সারাবাংলা

আর যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো হলো— কুকি সম্প্রদায়ভুক্তদের নিজ আবাসস্থলে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে; কেএনএফের পক্ষ থেকে কুকি চিন সম্প্রদায়ের ভাগ্যেন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা ও কর্মসংস্থানের বিষয়ে প্রস্তাব পাঠানো হবে, যা সরকারের পক্ষ থেকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের জন্য বিবেচনা করা হবে; এবং পরবর্তী সংলাপ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, বৈঠকের তারিখ দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে আট সদস্য এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের প্রধান উপদেষ্টা লাল এন লিয়ান বমের নেতৃত্বে পাঁচ সদস্য বৈঠকে অংশ নেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক ঘিরে মুনলাই পাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ-বিজিবিসহ মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

এর আগে গত বছরের আগস্ট থেকে কেএনএফ পাহাড়ে তৎপরতা শুরু করে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ ২২ জন প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন কেএনফের ১৭ সদস্য।

সশস্ত্র এই সংগঠনটির সঙ্গে নতুন গজিয়ে ওঠ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিদ্দা‌ল শারক্বিয়ার জড়িত থাকার অভিযোগ রয়েছে। জঙ্গিদের টাকার বিনিময়ে কেএনএফ প্রশিক্ষণ দিত বলেও অভিযোগ ছিল।

কেএনএফের এই তৎপরতায় বান্দরবানে পর্যটন শিল্পে ব্যাপকভাবে বিরূপ প্রভাব পড়ে। বান্দরবানের কয়েকটি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ সময় ধরে। পাহাড়ে চলমান এই সংঘাত নিরসনে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে এই প্রথম কেএনএফ সরাসরি বৈঠকে বসেছে।

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে চলতি বছরের জুন মাসে ১৮ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি এই প্রথম কেএনএফের সঙ্গে সশরীরে বৈঠক করতে সক্ষম হলো।

সারাবাংলা/টিআর

কেএনএফ কেএনএফের সঙ্গে বৈঠক টপ নিউজ শা‌ন্তি ক‌মি‌টি