সচিব ছাড়া গণমাধ্যমে কেউ কথা বলতে পারবেন না— ইসির আদেশ
৫ নভেম্বর ২০২৩ ১৯:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ২০:৫০
ঢাকা: গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য ইসি সচিবকে দায়িত্ব দিয়ে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিনিধিগণকে ইসি সচিব ছাড়া কেউ কথা বলবেন না।
রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
জানা গেছে, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। সে হিসাবে ৯০ দিনের গণনা শুরু হয়েছে ৩১ অক্টোবর থেকে।
ইসির পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি নভেম্বর মাসের ১৩ অথবা ১৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সে হিসাবে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আসন্ন সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে দুই লাখ ৬০ হাজারের মতো।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন।আর নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।
সারাবাংলা/জিএস/একে