Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১৯:১৪

ঢাকা: দ্বিতীয় দফার অবরোধ ঘিরে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে মোট ১০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ ছাড়া সিরাজগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার ভোর সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টায় এই সব গাড়িতে আগুন লাগানো হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঢাকা মহানগরে ৭টি, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ২টি, সিরাজগঞ্জে, বরিশাল ও রংপুরে বিভাগে একটি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১০টি যাত্রীবাহী বাস ও একটি দলের রাজনৈতিক কার্যালয় পুড়ে যায়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ সব তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে আগুন লাগানোর ঘটনাস্থলগেুলো হলো—

১৯.৩০- গাউছিয়া মার্কেট এর সামনে, নিউমার্কেট, ঢাকা, মিরপুর লিংক নামে বাসে আগুন
১৯.৩৫- এলিফ্যান্ট রোড, ঢাকা, গ্রীন ইউনিভার্সিটি বাসে আগুন
১৯.৫৫- জনপথ মোড় সায়েদাবাদ, ঢাকা, রাইদা পরিবহন বাসে আগুন
২২.০০- পাতাল মার্কেট এর সামনে, গুলিস্তান ঢাকা, মনজিল পরিবহন নামে বাসে আগুন
২৩.৪২- সাইনবোর্ড, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, অনাবিল বাসে আগুন
২৩.৪৫- চরফ্যাশন, ভোলা, নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন
২.৫৫-  বাদলপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন
৩.৫২- তিন রাস্তার মোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন।
৪.০০-  সাদ্দামমার্কেট, মাতুয়াইল, ডেমরা, ঢাকা, বাসে আগুন
৪.০০-  জুরাইন বালুর মাঠ,শ্যামপুর, ঢাকা, তুরাগ বাসে আগুন
৫.১৭-  মিরপুর ৬, ঢাকা, বাসে আগুন
৬.২৪-  ভোগরা, গাজীপুর, বাসে আগুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

অবরোধ জামায়াত-বিএনপি টপ নিউজ বাসে আগুন হরতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর