Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধ করায় বিএনপি নেতারা গ্রেফতার: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৭:২৮

আনিসুল হক, ফাইল ছবি

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক কারণে বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়নি। অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘অপরাধজনিত সংশ্লিষ্টতার কারণে তাদের ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।’

এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। সব বিষয়ে তিনি আলাপ করেছেন।’

উল্লেখ্য, বিএনপির ডাকা মহাসমাবেশের পর সংগঠিত সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আট দিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপি’র ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ থেকে পাওয়া তথ্যানুযায়ী, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপরেই রয়েছে রমনা মডেল থানা। সেখানে ছয়টি মামলা করা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

আইনমন্ত্রী আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর