Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৭:১২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১৮:২৯

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে আসামির পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড আদেশ দেন।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়।

জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের কার্যক্রম হঠাৎ ভেঙে গেলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে জনতার হাজার হাজার লোক ওই স্থান অতিক্রম করার সময় বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে যেতে থাকে।

তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা পলাতক ৪০০/৫০০ নেতা কর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় অন্যান্য আসামিরা পল্টন মডেল থানাধীন পুলিশ টেরিকমের পাশে পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তাণ্ডবলীলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ বিএনপি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর