সুপ্রিম কোর্টের বিচারকাজ দেখলেন মালদ্বীপের প্রধান বিচারপতি
৫ নভেম্বর ২০২৩ ১৪:২৯
ঢাকা: সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করেছেন।
রোববার (৫ নভেম্বর) প্রথমে হাইকোর্ট বিভাগ এবং পরে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। সকাল সাড়ে ১১টার পর থেকে প্রায় আধা ঘণ্টা তিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে বিচারকাজ পর্যবেক্ষণ করেন।
এ সময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সারাবাংলা/কেআইএফ/এনএস
উজ আহমেদ মুথাসিম আদনান টপ নিউজ মালদ্বীপ মালদ্বীপের প্রধান বিচারপতি