Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অবরোধের সঙ্গে চলছে ‘ঢিলেঢালা’ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১২:০৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১৩:৫১

চট্টগ্রাম ব্যুরো: সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের মধ্যে চট্টগ্রামে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতালও চলছে। হরতাল-অবরোধের শুরুতে সকালে পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে হরতাল অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন এবং পণ্যবাহী গাড়ি কম হলেও চলতে দেখা গেছে।

গেল সপ্তাহে ৭২ ঘন্টার অবরোধের পর রোববার (৫ নভেম্বর) ও সোমবার আবারও অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

বিজ্ঞাপন

সকালে নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দেয় দূর্বত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে বলেন, ‘সকালে পোশাক শ্রমিকদের একটি বাস পতেঙ্গার ধুমপাড়া মোড়ে দাঁড়িয়ে ছিল। বাসের ড্রাইভার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এর মধ্যে দূর্বত্তরা এসে বাস আগুন দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ইপিজেড ফায়ার স্টেশনের একটি গাড়ি এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। যারাই এর সঙ্গে জড়িত তাদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

এছাড়া হরতালের সমর্থনে সকালে নগরীর চান্দগাঁও, ডবলমুরিং, পাহাড়তলী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

হরতাল চলাকালে নগরীতে বাস, রিকশা, অটোরিকশা, টেম্পু, হিউম্যান হলারসহ গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেছে।

বিজ্ঞাপন

দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস খোলা আছে। তবে নগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ক্লাশ-পরীক্ষা অব্যাহত আছে।

নগরীর শাহ আমানত সেতু ও এ কে খান মোড় এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস কাউন্টারগুলোর মধ্যে কিছু কিছু বন্ধ থাকলেও বেশকিছু খোলা আছে। কাউন্টার থেকে টিকিট বিক্রি হতেও দেখা গেছে। সকালের দিকে দক্ষিণের জেলা এবং ঢাকা অভিমুখে বাস চলাচল বন্ধ থাকলেও বেলা গড়াতে ছাড়তে শুরু করে। শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার-বান্দরবান এবং অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস ছেড়ে গেছে। ঢাকাসহ আন্তঃজেলার বাসও কম হলেও যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়তে দেখা গেছে। এছাড়া আমদানি-রফতানি পণ্যবোঝাই বিভিন্ন গাড়ি মহাসড়কে দেখা গেছে।

মহাসড়কের প্রবেশমুখে এবং নগরীতে বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। আগে হরতালের সময় বিএনপি নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে অবস্থান নিলেও এবার কারও দেখা মেলেনি। একইভাবে গত ২৯ অক্টোবরের ডাকা হরতালেও বিএনপি নেতাদের মাঠে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলশানের বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের বন্দর আসনের সাবেক এ সংসদ সদস্যকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম টপ নিউজ হরতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর