অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর ২০২৩ ১০:৩৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১২:০৯
৫ নভেম্বর ২০২৩ ১০:৩৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১২:০৯
উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে তিন ফায়ারফাইটার নিহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিমানটি রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে এমসিকিনলে শহরের কাছে বিধ্বস্ত হয়।
বিমানটিতে করে ফায়ারফাইটাররা কুইন্সল্যান্ডে আগুন নেভানোর জন্য যাচ্ছিলেন। যেখানে ব্যাপক অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে এবং বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া, ওই এলাকার অনেক বাসিন্দাকে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য জুড়ে এক ডজনের বেশি এলাকায় আগুন জ্বলছে।
সারাবাংলা/ইআ