Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানের বিতর্কিত পরিবর্তন জনগণ নির্দ্বিধায় মেনে নেয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ০০:১০

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, গত পাঁচ দশক যাবৎ বিভিন্ন অগণতান্ত্রিক হস্তক্ষেপের মাধ্যমে সংবিধানে বার বার বিতর্কিত পরিবর্তন এনে জনগণকে ক্ষমতাহীন করা হয়েছে। আর এ সব ষড়যন্ত্র দেশের জনগণ নির্দ্বিধায় মেনে নেয়নি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেছেন। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ এবং ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং আদালতে অসাংবিধানিক সংশোধনের বৈধতা চ্যালেঞ্জসহ নানা মাধ্যমে জনগণের সংগ্রাম পরিচালিত হয়েছে। বিভিন্ন সময়ে করা একাধিক অসাংবিধানিক সংশোধনী উচ্চ আদালতের সুদৃঢ় ভূমিকায় বাতিল হয়েছে।’

প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে অতি অল্প সময়ে বাংলাদেশের জন্য একটি সুলিখিত ও যুগপৎ সংবিধান রচনায় বঙ্গবন্ধুর অবদান, ত্যাগ ও কর্মের কথা স্মরণ করেন। সেইসঙ্গে বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনের পেছনের বিভিন্ন উদ্যোগ ও কার্যকলাপের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম। তিনি তার বক্তব্যে মালদ্বীপের সংবিধান রচনার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। সেইসঙ্গে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে এই অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া ব্লু-ইকোনমির উন্নয়নে দুই দেশের ভুমিকা রাখার বিষয়টি তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে মালদ্বীপের প্রধান বিচারপতি তার ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে তিনি মালদ্বীপের স্বাস্থ্যখাত, উচ্চশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামরিক ক্ষেত্রে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে আরও বক্তব্য দেন- আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

প্রধান বিচারপতি সংবিধান পরিবর্তন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর