Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ০০:০০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ০১:৪৬

নিহত রায়হান হোসেন

নোয়াখালী: সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রায়হান হোসেন (২৩) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানায়, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। তার মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

দুর্ঘটনা নিহত নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর