Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার কিশোরগঞ্জে আধাবেলা হরতাল বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ২৩:২১

কিশোরগঞ্জ: ভৈরব থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলমসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) সারা জেলায় আধাবেলা হরতাল ডেকেছে দলটি। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৪ নভেম্বর) জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

ডিবির হাতে গ্রেফতার অপর চারজন হলেন- ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত চালক রতন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে সাজানো মামলায় আজ শনিবার ভোরে তার নির্বাচনি এলাকা ভৈরবের কমলপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এই গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল রোববার কিশোরগঞ্জ জেলায় সকাল ৬টা হতে বেলা ২ পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. শরীফুল আলমসহ জেলার অসংখ্য নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে আগামীকালের ডাকা অর্ধদিবস হরতাল সফল করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কিশোরগঞ্জ জেলাবাসীকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা হরতালে সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়।

এর আগে, এ ঘটনার প্রতিবাদে এদিন দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহিন ভৈরব উপজেলায় রোববার অর্ধদিবস হরতালের ডাক দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আধাবেলা টপ নিউজ বিএনপি হরতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর