Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬৩৮, মৃত্যু আরও ১৩ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৯:২০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ২১:১৭

ফাইল ছবি

ঢাকা: শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। ঢাকার বাইরে এক হাজার ২০৮ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে দুই লাখ ৭৭ হাজার ৮০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া বিগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে ছয় জনের, আর ঢাকার বাইরে মারা গেছেন সাত জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩৯৩ জন।

শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৭১৭ জন। এছাড়া এক লাখ ৭৭ হাজার ৮৪ জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। আর ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৮৩৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৭৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৬৯ হাজার ৭৭২ জন। এর মাঝে ঢাকায় ৯৮ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে এক লাখ ৭১ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

ডেঙ্গু

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর