রাজধানীতে গ্যাসের পাইপ বিস্ফোরণে আহত ৪
৪ নভেম্বর ২০২৩ ১৯:০৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ২০:৫৮
ঢাকা: রাজধানীর মিরপুরের কাফরুলে একটি গার্মেন্টসের কোল্ড স্টোরেজে গ্যাসের পাইপ বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের ‘ওপেক্স গ্রুপ’র গার্মেন্টসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন- কুড়িল চৌরাস্তায় অবস্থিত ‘জেনারেটিং এন্ড ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জামিনুর রহমান (৪০), টেকনিশিয়ান ফিরোজ হাওলাদার (৩২), মো. হযরত আলী রতন মৃধা (২৮) ও রাসেল মিজি (৪৫)।
আহতরা জানান, তারা গত দুইদিন ধরে মিরপুর-১৩ নম্বরে ওপেক্স গ্রুপের গার্মেন্টসের নিচ তলায় কোল্ডস্টোরেজ বানানোর কাজ করছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাসের পাইপ থেকে বিকট বিস্ফোরণ ঘটে। এতে রুমটিতে থাকা তারা চারজন আহত হন।
আহত অবস্থায় ওই গার্মেন্টসের লোকজন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় তাদের চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে জামিনুর রহমান ও ফিরোজ হাওলাদারের অবস্থা গুরুতর।
সারাবাংলা/এসএসআর/ইআ