রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৫:২১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ১৬:০৯
৪ নভেম্বর ২০২৩ ১৫:২১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ১৬:০৯
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদিতে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত আছেন চারজন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আরএমও।
সারাবাংলা/পিডিএনআর/এনএস