১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর সমাবেশ, আ.লীগের প্রস্তুতি সভা
৪ নভেম্বর ২০২৩ ১৫:০৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ১৬:০৯
বাগেরহাট: খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা সম্পন্ন হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মো. বজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০টি বাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/একে