Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত: নাসরুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ২১:১৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ১০:৩২

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পরদিন লেবানন সীমান্তে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ। চলমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে ভাষণ দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনিদের ‘আল আকসা তুফান’ অভিযান প্রমাণ করেছে, ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল। লেবানন ফ্রন্টে সব বিকল্প খোলা আছে। হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) লেবাননের টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ইসরাইলে হামাসের হামলাটি পুরোপুরি ফিলিস্তিনিদের দ্বারা হয়েছে। অভিযানের পরিকল্পনা অত্যন্ত গোপন ছিল বলেই তা সফল হয়েছে।’

আল-আকসা তুফান অভিযান ছাড়া ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ ছিল না বলে দাবি করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘হামাসের অভিযানের পর ইসরাইলিরা নিজেরাই নিজেদের মানুষকে হত্যা করেছে।  তারা হারানো শহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়া করেছে। পাগলামি করেছে। তারা নিজেরা নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে। তাদের অস্ত্রের আঘাতে ইসরাইলি প্রাণ হারিয়েছে। ইসরাইলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে।’

হিজবুল্লাহ প্রধান বলেন, ‘কেউ আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে চাইলে তাকে দ্রুত গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে হবে।’ নাসরাল্লাহ বলেন, ‘লেবাননের ফ্রন্টে সব বিকল্প খোলা আছে। হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত।’ এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে নাসরাল্লাহ বলেন, ‘হিজবুল্লাহ ভয় পায় না।’

লেবানন ফ্রন্টে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির বাস্তব সম্ভাবনা আছে বলেও মনে করেন হাসান নাসরুল্লাহ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গাজায় ইসরাইলি কর্মকাণ্ডের ওপর এ ধরনের যুদ্ধ বৃদ্ধির বিষয় নির্ভর করে।’

নাসরাল্লাহ বলেন, ‘হিজবুল্লাহ দিন দিন তাদের কার্যক্রম বাড়িয়েছে এবং ইসরাইলকে গাজা বা অধিকৃত পশ্চিম তীরের পরিবর্তে লেবানন সীমান্তের কাছে তার বাহিনী রাখতে বাধ্য করছে।’

তিনি জানান, হামাসের হামলার একদিন পর ৮ অক্টোবর হিজবুল্লাহ যুদ্ধে জড়ায়। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিদিনের গুলি বিনিময়কে হালকা মনে হতে পারে, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসরাল্লাহ জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ৫৭ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ হিজবুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর