Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের বিকল্প শক্তি ছাড়া চলমান সংকটের সমাধান সম্ভব নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ২০:৩৮

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মো. শাহ আলম বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময়। নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাওয়ার খেলায় লিপ্ত। বিগত নির্বাচনগুলোর মতো রাতের আঁধারে ভোটচুরি করে তারা আবার ক্ষমতায় যেতে চায়। বিএনপিও বসে নেই, ক্ষমতার জন্য তারা দেশি-বিদেশি শক্তির দ্বারস্থ হচ্ছে। মাঝখান থেকে জনগণের নাভিশ্বাস, আতঙ্কিত পরিস্থিতি বিরাজ করছে। দেশের সংঘাতময় এই পরিস্থিতিতে জনগণের বিকল্প শক্তি গড়ে তোলা ছাড়া চলমান সংকটের সমাধান সম্ভব নয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ নভেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সভায় (জিবি) কমরেড মো. শাহ আলম এ সব কথা বলেন।

থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় সভাতে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহ আলম ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড শামসুজ্জামান হীরা, অ্যাডভোকেট নেসার আহমদ, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল, দিপক শীল, জাকির হোসেন প্রমুখ।

কমরেড শাহ আলম আরও বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের সংকট দিনদিন বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া থামাতে পারছে না, সিন্ডিকেটের ঘাড়ে দোষ দিয়ে তারা পরিত্রাণ পেতে চায়। কিন্তু সরকারের মন্ত্রী আমলারা এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। আওয়ামী সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ।’

‌তি‌নি ব‌লেন, ‘গত ব‌ত্রিশ বছর ধরে আওয়ামী লীগ-‌বিএন‌পি ক্ষমতায় থে‌কে পাওয়ার গেম খেলছে। তারা মানু‌ষের গণতা‌ন্ত্রিক অ‌ধিকার ধংস ক‌রে‌ছে। মানুষ বাঁচাতে তাই আমাদের আন্দোলন করতে হবে। সংসদ ভে‌ঙে দি‌য়ে নির‌পেক্ষ তদারকি সরকা‌রের অ‌ধীনে নির্বাচন দি‌তে হ‌বে। ভোট ও ভাতের অধিকারের লড়াই আরও জোরদার করতে হবে।’

কমরেড শামসুজ্জামান হীরা বলেন, ‘পার্টিকে আরও শক্তিশালী করতে শাখাগুলোকে সক্রিয় করতে হবে। জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে হবে। শ্রমিক ও পেশাজীবীদের মাঝে পার্টির কাজ বাড়াতে হবে। পার্টির প্রত্যেক কমরেডকে আরও যোগ্য হয়ে উঠতে হবে, তাদের জনতার মানুষে পরিণত হতে হবে। তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’

বিজ্ঞাপন

সভায় পার্টি বর্তমান রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সারাবাংলা/একে

কমরেড মো. শাহ আলম কমিউনিস্ট পার্টি চলমান সংকট রাজনীতি সিপিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর