Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়ে সংলাপের উদ্যোগ নিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ২০:০০

ঢাকা: কারাবন্দি বিএনপি নেতা, আলেম–ওলামাসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি দিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এই মহাসমাবেশ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারের পদত্যাগ দাবি করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত, প্রতিনিধিত্বশীল ও আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকার এসব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করেন তিনি। জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হলেও সকাল থেকে উদ্যানে আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘ফিলিস্তিনের মুসলমানেরা যেমন জালিম কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন, তেমনি বাংলাদেশের মানুষও জালেমদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। ইসলামী আন্দোলন রক্তপাত চায় না, সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রক্ত নেওয়ার চেষ্টা করলেই দেশের অলিগলিতে রক্ত ঝরবে। আমাদের দাবি মানা না হলে জনগণের যার যা আছে, তাই নিয়ে রাস্তায় নেমে দাবি আদায় করবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নুরুল হুদা ফরায়েজী, নায়েবে আমির আবদুল হক আজাদ, আবদুল আউয়াল, দলের মহাসচিব মাওলানা মো. ইউনুস আহমাদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

ইসলামী আন্দোলন বাংলাদেশ টপ নিউজ সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর