Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার সংকেত পেলে আরেকটি মুক্তিযুদ্ধ শুরু হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৮:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আন্দোলনের নামে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের আমরা রুখবোই। প্রয়োজনে আমরা একাত্তরের মতো হাতিয়ার হাতে তুলে নিতে প্রস্তুত আছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলে রাজাকার-আলবদর, পাকিস্তানি প্রেতাত্মা, অগ্নিসন্ত্রাসীদের চিহ্ন আমরা রাখবো না।’

জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী, বাবু, এম এ মান্নান, এবিএম মহিউদ্দীন চৌধুরীর উত্তরসূরী। আমরা তাদের কাছ থেকেই দীক্ষা নিয়েছি আন্দোলন, লড়াই ও সংগ্রামের। একাত্তর, পঁচাত্তর এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা একইসূত্রে গাঁথা। এসব ঘটনার খলনায়ক এবং কুশীলব জিয়াউর রহমান। এদের সবংশে নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার সংকেত পাওয়া মাত্র আরেকটি মুক্তিযুদ্ধ শুরু হবে।’

সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলহত্যার মূল নায়ক জিয়াউর রহমান। জিয়ার মরণোত্তর বিচার হলে জাতীয় চার নেতার আত্মা শান্তি পাবে।’

দলের নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সদস্য নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী নুরুল আমিন, ফারুক আহমেদ, হাজী মো. হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ আরেকটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ রাজাকার শেখ হাসিনা শেখ হাসিনার সংকেত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর