লিবিয়ায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
৩ নভেম্বর ২০২৩ ১৫:১৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৬:৫৫
নোয়াখালী: লিবিয়াতে বাংলাদেশি প্রবাসী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। নিহত জগদীশ চন্দ্র দাসের (৩৬) নোয়াখালীন সেনবাগ উপজেলার বাসিন্দা ছিলেন।
শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আলম রিগান এ তথ্য জানান। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরে লিবিয়ায় সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর তার টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।
নিহত জগদীশ চন্দ্র দাস উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।
বাবা গোকুল চন্দ্র দাস বলেন, ‘জগদীশ ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক ছিল। সেখানে সে সবজি ও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করে।’
তিনি আরও বলেন, ‘গত কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বলেন, দাদা দেখেন আপনার ছাগল আমার নার্সারির কতগুলো গাছ নষ্ট করে ফেলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ তুলেন। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জগদীশ খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে হত্যা করে। পরে সন্ধ্যার দিকে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মুঠোফোনে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি আমাদের নিশ্চিত করে।’
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, ‘বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।’
সারাবাংলা/বিএস/এনএস