রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
৩ নভেম্বর ২০২৩ ১৪:২০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৫:৩১
ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডা বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে মাকসুদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সকালে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধ্য বাড্ডা বেপারী পাড়ার বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, মাকসুদা বেগম ব্যাপারীপাড়ার ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। খবর পেয়ে ওই বাসা থেকে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় নীলাফোলা জখম রয়েছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তার মেয়ে স্মৃতিকে (২৭) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সারাবাংলা/এসএসআর/এনইউ