Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৩:২৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৫:৪৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ বাইপাস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মনির চৌধুরী (৪০) ও জিয়াউর রহমান (৪০)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে জানান, ভোরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ওই গাড়ির যাত্রী ও আরেকজন পথচারী। গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক সারাবাংলাকে জানান, সকালে সীতাকুন্ডের দূর্ঘটনার ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। পরে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনইউ

চট্টগ্রাম নিহত সড়ক দুর্ঘটনা সীতাকুণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর