Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম বেড়েছে কাঁচামরিচের, কমেনি আলু-পেঁয়াজের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৩:২৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৪:০৫

ঢাকা: সপ্তাহ শেষে রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচামরিচ, ধনিয়া পাতাসহ কয়েকটি সবজির।‌ এছাড়া মাছ- মাংসের দাম গত সপ্তাহের মতোই আছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও ও শ্যামলী, কল্যাণপুরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়‌।

এদিন বাজারে কাঁচামরিচ কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ১৮০-২০০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। আর ধনিয়া পাতা কেজি প্রতি ৫০ টাকা দাম বেড়ে ২২০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের সবজি বিক্রেতা মিমজাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি ২০-৩০ টাকা। আর ধনিয়া পাতা কেজি প্রতি বেড়েছে ৩০-৪০ টাকা। বাজারে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। তবে দাম এখনও চড়া। এছাড়া অন্যান্য সবজির আগের দামেই বিক্রি হচ্ছে।’

একই বাজারের তরকারি বিক্রেতা আওলাদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ১৪০-১৫০ টাকা, গোল আলু ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করছি।’

শ্যামলীর সবজি বিক্রেতা আহাদ মিয়া বলেন, ‘আজ ধনিয়া পাতা ও কাঁচামরিচের দাম বেড়েছে‌। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে।’

এদিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মাছ মাংস ও ডিমের দাম গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল। গরুর মাংস ৭৮০-৮০০ টাকা, খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

আজ রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙ্গাস ২২০-২৩০ টাকা, কৈ ২৫০-২৮০ টাকা, তেলাপিয়া ২৫০-২৭০ টাকা, পাবদা মাছ ৪৫০-৫০০ টাকা, কাঁচকি মাছ ৩২০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

পোল্ট্রি মুরগির কেজি প্রতি ১৮০-১৯০ টাকা, সোনালিকা ২৯০-৩০০ টাকা, ফার্মের মুরগির ডিম ১৫০-১৫৫ টাকা ডজন, হাঁসের ডিম হালি প্রতি ৭৫-৮০ টাকা হালি করে বিক্রি হতে দেখা যায়।

তবে বাজারভেদে মাছ-মাংসসহ সব ধরনের সবজির দাম ২০-৩০টা পর্যন্ত কম বেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আলু-পেঁয়াজ উচ্চমূল্য কাঁচা মরিচ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর