Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১২:০৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৪:৫১

ঢাকা: ২৮ অক্টোবরের অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের ওপর পুলিশ সদস্যকে হত্যাসহ প্রধান বিচারপতির বাসভবন ও নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না।

আরও পড়ুন: জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

তিনি বলেন, পুলিশের তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

সারাবাংলা/ইউজে/এনইউ

টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর