Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের কথিত উপদেষ্টার চাচাতো ভাই জামায়াতকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২৩:২০ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ২৩:২৫

সিরাজগঞ্জ: বিএনপি’র কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরাফির চাচাতো ভাই জামায়াত কর্মী লিটন মোরশেদ (৪০) কে আটক করেছে পুলিশ।

আটক লিটন মোরশেদ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের জিল্লুর রহমান কালুর ছেলে। তিনি মিয়া আরাফির আপন চাচাতো ভাই।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার সলঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।

রাত সাড়ে ৮ টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে লিটন মোরশেদকে আটক করা হয়। বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরাফির চাচাতো ভাই লিটন জামায়াতের সক্রিয় কর্মী।

এর আগে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেন ও চৌধুরী হাসান সারওয়ার্দীকে দেখা যায়। এ ঘটনায় দেশসহ সিরাজগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের এক বাসিন্দা পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপির মহাসমাবেশের সহিংসতা ও হতাহতের ঘটনাসহ আরাফির সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়। মামলায় আরাফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে অভিযুক্ত করা হয়।

এ মামলায় গত ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরাফিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এছাড়া মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

চাচাতো ভাই বাইডেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর