Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানোয়ারদের সঙ্গে কারা বসার কথা বলে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২২:৩৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ২৩:৪৫

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: গত ২৮ অক্টোবরের সহিংস ঘটনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ওই সহিংসতার সঙ্গে যুক্তদের জানোয়ার অভিহিত করে জানোয়ারদের সঙ্গে বসার কথা কারা বলেও এ প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সরকার বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ যখন সারাদেশে মানুষের যখন খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আর তখন আমরা কি দেখলাম, কথা নাই বার্তা নাই তারা নির্বাচন হতে দেবে না। আর আমাকে পদত্যাগ করাবে, ক্ষমতা থেকে হটাবে। এই ঘোষণা দিয়ে গত ২৮ অক্টোবর যে তাণ্ডব বিএনপি করেছে, সারা বাংলাদেশে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও আমি সংসদে তুলে ধরতে চাই। সারাদেশের মানুষ যেন দেখতে পারে তারা কী করেছে?’

এরপর সংসদে একটি ২৮ অক্টোবরের সহিংসতার একটি ভিডিও চিত্র দেখান প্রধানমন্ত্রী।

ভিডিও দেখানো শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে বাংলাদেশ আমরা উন্নত করেছি, বলেছিলাম দিন বদলের সনদ, উন্নয়নশীল বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আর তার পর এই ধরনের ধ্বংসযজ্ঞ। আর বক্তব্য দেওয়ার মানসিকতা আমার নেই। এই রকম দৃশ্য, যারা বিচারপতির বাড়িতে আগুন দেয়, এর আগে প্রধান বিচারপতির দরজায় লাথিও মেরেছে, এই বিএনপির নেতারা। পুলিশের ওপর হামলা, অ্যাম্বুলেন্সে রোগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ, কী বীভৎস্য দৃশ্য।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পুড়িয়ে মানুষ হত্যা শুধু নয়, মনে হচ্ছে গোটা দেশটাকেই এরা ধ্বংস করে দেবে। দেশবাসীর কাছে আমি এটিই জানতে চাই, কোন বাংলাদেশ চায় তারা। এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলো, এদের সঙ্গে কারা থাকে? আর তাদের সঙ্গে বসা, এই জানোয়ারদের সঙ্গে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্ম নাই, ওদের সে ধর্মও নেই। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই।’

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) চুরি, লুণ্ঠন, দুনীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো এইভাবে সৃষ্টি। সেই জিয়াউর রহমান আমার বাবা-মা ভাইসহ সব হত্যার সঙ্গে জড়িত। আর খালেদা জিয়া, তারেক জিয়া আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর