হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
২ নভেম্বর ২০২৩ ২১:৪০
ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সেলিম হাওলাদার (৫৭) এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হানিফ ফ্লাইওভার সায়দাবাদ ঢালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মুঠোফোনে মৃত ব্যক্তির ভাই মনির হাওলাদার জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল গ্রামে। বাবার নাম আব্দুল মান্নান হাওলাদার। সেলিম বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে উত্তর যাত্রাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং গাউছিয়া মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
তিনি জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে যাত্রাবাড়ির বাসায় যাচ্ছিলেন তার ভাই। হানিফ ফ্লাইওভারের সায়দাবাদ এলাকায় সড়ক দুঘটনায় মারা যান।
সেলিম হাওলাদারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাহফুজ শিকদার জানান, শনিরআখড়া থেকে মোটরসাইকেলে তিনি ও তার স্ত্রী গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। সায়দাবাদ ঢালে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। কয়েকজন পথচারীর সহায়তায় তাকেত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফ্লাইওভারে থাকা সিকিউরিটি গার্ডরা বলেছে একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ