Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি দিয়ে আলু আমদানি শুরু, প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২১:৩১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ০২:৪৯

দিনাজপুর: দেশের বাজার স্বাভাবিক রাখতে সরকারি অনুমতি পাওয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বর্তমানে সাদা ও লাল জাতের স্টিক আলু আমদানি হচ্ছে। যা বন্দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা দরে। এদিকে, আলু আমদানির খবরে স্থানীয় বাজারে দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টায় নাশাত ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের আলু বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হিলি বন্দরের আলু ক্রেতা পলাশ বলেন, ‘আজ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। আমি ৫ ট্রাক আলু কিনলাম ৩৫ টাকা কেজি দরে। এসব আলু পাঠাব রাজশাহী, রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। আলুর দাম আরও একটু কম হলে ভালো হয়।’

স্থানীয় বাজারের বিক্রেতা রায়হান বলেন, ‘আলু আমদানি হবে এমন খবরে বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দামও কমেছে কেজিতে ৬ টাকা। ৫৮ টাকা কেজির গোল আলু বিক্রি হচ্ছে ৫২ কেজি দরে।’

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আবু হাসনাত রনি বলেন, ‘আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করলাম। দাম ভালো পেলে আলু আমদানি অব্যাহত রাখব। আমদানিতে প্রতিমেট্রিক টন ১০০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ গুনতে হচ্ছে। এছাড়া কাস্টমসকে প্রতিকেজিতে ৩ থেকে ৪ টাকার মতো শুল্ক দিতে হচ্ছে। আজ আমদানি করা আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।’ আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে জানান তিনি।

এদিকে, হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ‘হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির জন্য ২৮ জন আমদানিকারক অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া আলুর পরিমাণ প্রায় সাড়ে ১৮ হাজার মেট্রিক টন। তারা এসব আলু পর্যায়ক্রমে দেশে আনতে পারবেন।’

বিজ্ঞাপন

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আলু আমদানি শুরু হয়েছে। আলু যেহেতু কাঁচাপণ্য তাই দ্রুত ছাড় করে ব্যবসায়ীরা যাতে বিপণন করতে পারে সেজন্য আলাদা শ্রমিক রাখা হয়েছে। কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে আলু খালাসে সবধরনের সহযোগিতা করা হবে।’

সারাবাংলা/পিটিএম

৩৫ টাকা কেজি আলু আমদানি টপ নিউজ হিলি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর