Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেদ্দায় ‘ইসলামে নারীর অবস্থান’ সম্মেলনে অন্যতম বক্তা শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১৯:২৭

ঢাকা: ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি) ও সৌদি আরব সরকারের উদ্যোগে আয়োজিত ইসলামে নারীর অবস্থান শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে অন্যতম প্রধান বক্তা তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তিন দিনের সফরে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের দেশগুলোতে নারী সরকারপ্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য। ৬ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান বক্তা।

সম্মেলনের সাইড লাইনে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের ভাইস প্রেসিডেন্ট ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: মন্ত্রণালয়

আগামী ৬ ও ৭ নভেম্বর সৌদি আরবের রাজধানী জেদ্দায় ইসলামে নারীর অবস্থান শীর্ষক সম্মেলনটি হবে। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণের চিঠি হস্তান্তর করেন। সম্মেলনে ইরান ও বেনিনের উপরাষ্ট্রপতি, সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী, জাতিসংঘের উপমহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আসন্ন এই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জেদ্দা ডক্যুমেন্ট অব উইমেন ইন ইসলাম শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ৫ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইটে মদিনা যাবেন। সেখান থেকে সম্ভবত তিনি ট্রেনে করে মদিনা থেকে জেদ্দা যাবেন এবং সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি ওমরাহ পালন করতে মক্কায় যাবেন। সৌদি আরব সফরে মদিনা শরিফে নবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে একজন তারকা। তিনি তার প্রচেষ্টার জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণের পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন করেছেন।

সৌদি আরব সফরে শ্রমবাজার, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই/টিআর

ইসলামে নারীর অবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সৌদি সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর