মির্জা আব্বাসের বিরুদ্ধে যুক্তিতর্ক ৫ নভেম্বর
২ নভেম্বর ২০২৩ ১৫:১৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ১৫:২৭
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এই তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন বিএনপি-জামায়াতের অবরোধ থাকায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। এ জন্য বিচারক পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন করে এই দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতে উচ্চমান বেঞ্চ সহকারি ফকির মো. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। বর্তমানে নাশকতার এক মামলায় মির্জা আব্বাস রিমান্ডে রয়েছেন।
জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।
২০০৮ সালের ২৪ মে মামলাটি তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
সারাবাংলা/এআই/ইআ