Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অবরোধ জনগণ মানেনি: গাজী গোলাম মূর্তজা

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১২:৩২ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ১৫:০৮

গাজী গোলাম মূর্তজা পাপ্পা, ছবি: সারাবাংলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে: বিএনপি জামাতের দেওয়া অবৈধ অবরোধ জনগণ মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। এদিন উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি স্থানে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। বিএনপি জামাতের হরতাল অবরোধ প্রতিরোধে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের উদ্দেশে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনারা সংবিধানকে অবহেলা করছেন। আপনারা জানেন প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। তাদের পিতা-মাতারা চিন্তিত। এসব শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন?’

তিনি আরও বলেন, ‘বিএনপির যদি কোনো দাবি দাওয়া থাকে তারা শান্তিপূর্ণভাবে তা উত্থাপন করতে পারত। কিন্তু বিএনপি তা করে নাই। আপনারা (বিএনপি) আগেও তা করেন নাই, এখনো করছেন না। আপনারা জনগণের সম্পদ ধ্বংস করছেন। আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন, কিন্তু আপনারা এসে দেখেন জনগণ অবরোধ মানে নাই। যদি আপনারা কোনো সম্পদ ধ্বংস করেন, কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট করেন, আপনাদের প্রতিরোধ করার জন্যে আমরা জনগণ আছি, আমরাই যথেষ্ট।’

গাজী গোলাম মূর্তজা বলেন, ‘আপনারা (বিএনপি) পুলিশের গায়ে হাত তুলেছেন, পুলিশকে নিহত করেছেন, সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। পুলিশের গায়ে যে ইউনিফর্ম সেটি ১৬ কোটি মানুষের দেওয়া ইউনিফর্ম, পুলিশের গায়ে হাত দেওয়া যায়না। আপনাদের এই ভুলের খেসারত দিতে হবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই বলেন, ‘শান্তিকামী মানুষ বিভিন্ন এলাকায় পাহাড়া দিচ্ছেন। তাদের কাজ হচ্ছে কেউ কোথাও অরাজকতা করলে, জনগণের সম্পদ ধ্বংস করতে চাইলে পুলিশ প্রশাসনকে অবহিত করা। সম্মিলিতভাবে তাদের রুখে দেওয়া। বিএনপি জামাতের যেকোনো অবৈধ ও ধ্বংসাত্মক কর্মসূচি জনগণ প্রতিহত করে দেবে।’

এদিক সকালে প্রথমে তারাব বিশ্বরোড এলাকায় মিছিল ও সমাবেশ হয়। পরে মুড়াপাড়া বাজার ও মঠের ঘাটে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। এছাড়া ভূলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, ভোলাব ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাসহ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে। মিছিল ও সমাবেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা ‘গাজী গাজী’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তারই জ্যেষ্ঠ ছেলে গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি এই উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। আগামী নির্বাচনকে সামনে রেখে পিতার হাতকে আরও বেশি শক্তিশালী করতে মাঠে সরব রয়েছেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

সারাবাংলা/ইএইচটি/এনএস

গাজী গোলাম মূর্তজা পাপ্পা টপ নিউজ রূপগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর