ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ৯ নভেম্বর
২ নভেম্বর ২০২৩ ১২:০৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ১৫:৩২
ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ওইদিন বিষয়টি শুনানির কার্যতালিকার ৫ নম্বর আইটেমে থাকবে। যদিও এর আগে একাধিকবার ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ শুনানির জন্য কার্যতালিকায় এলেও শুনানি অনুষ্ঠিত হয়নি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিষয়টি ৯ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের আবেদনের পর আদালত এ আদেশ দেন।
২০১৭ সালের ডিসেম্বরে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সেই থেকে আলোচিত এ মামলাটি রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।
১৯৭২ সালে প্রণীত সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের কাছে। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ন্যস্ত করা হয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এ অপসারণ ক্ষমতা আবার জাতীয় সংসদে ন্যস্ত হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ