Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেস ক্লাবে বিএফইউজে প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১১:৫২

বিএফইউজে প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন পরিচালনা করছেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সারাদেশ থেকে আগত বিএফইউজের সদস্যরা প্রতিনিধি সম্মেলনে তাদের অনুভূতি ব্যক্ত করছেন। এরপর বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনআর/এনএস

এফইউজে প্রতিনিধি সম্মেলন জাতীয় প্রেস ক্লাব টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর