Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ০৯:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ০৯:৫৫

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ির একটি মাদরাসা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ফুলছড়ি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসা মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদারাসার মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমাসহ প্রায় ২০টি বাশের লাঠি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো রাখা হয়েছে। কই থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোটা এলো, এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

ককটেল উদ্ধার টপ নিউজ পেট্রোল বোমা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর