পদ্মা সেতু হয়ে ঢাকার পথে সুন্দরবন এক্সপ্রেস, বাঁচবে ২ ঘণ্টা
১ নভেম্বর ২০২৩ ২৩:৪৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ০০:৫৯
খুলনা: প্রথমবারের মতো খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচবে বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্টরা।
বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।
ট্রেনের যাত্রী শিউলি বেগম বলেন, পদ্মা সেতু হয়ে ট্রেনে করে ঢাকায় যাব— এমনটি কখনো কল্পনাও করিনি। সুন্দরবন ট্রেনে করে ঢাকায় অনেকবার গিয়েছি। আগে সময় অনেক বেশি লাগত। পদ্মা সেতু হওয়াতে ঢাকায় যেতে দুই ঘণ্টা সময় কম সময় লাগবে। এটি আমাদের জন্য অনেক ভালো একটি খবর।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা বলেন, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রুট পরিবর্তন করে পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে। এই রুট পরিবর্তনের ফলে সময় বাঁচবে অন্তত দুই ঘণ্টা। নতুন এই রুটে ট্রেন চলাচলের খবরে যাত্রীদের আগ্রহ বেড়েছে।
সারাবাংলা/টিআর