Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানন্দা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ০০:০২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বুধবার (১ নভেম্বর) জেলার সদর উপজেলার বারোঘরিয়ার চামাগ্রাম ভ্যালাপাড়া ঘাটের মহানন্দা নদীতে ডুবে ওই দুই শিশু মারা যায় বলে স্থানীয়রা জানান।

মৃত শিশুরা হলো- জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামগ্রাম স্কুল পাড়া গ্রামের তালেব হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯) ও একই গ্রামের শাহীন আলীর ছেলে হোসাইন আলী (১১)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

জানা যায়, দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নামে হোসাইন আলী ও মারুফ। গোসলের এক পর্যায়ে প্রথমে হোসাইন নদীর পানিতে তলিয়ে যেতে থাকলে মারুফ তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এতে সেও পানির স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় নদীতে গোসল করতে আসা এলাকার অনেকে তাদের বাঁচাতে চাইলেও ব্যর্থ হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর তাদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহানন্দা নদীতে তল্লাশি চালায়। কিন্তু তারা কাউকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে তারা এসে সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মহানন্দা নদীতে ২ জন শিশু ডুবে যায়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে শিশুদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। পরে মৃতদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শিশুদের হারিয়ে তাদের পরিবারে শোকের মাতম চলছে। ভারী হয়ে এসেছে এলাকায় বাতাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

২ শিশুর মৃত্যু মহানন্দা নদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর