Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে শেষ করার চেষ্টা চলছে— আদালতে মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ২২:৫৪

ফাইল ছবি: মির্জা আব্বাস

ঢাকা: বাংলাদেশ থেকে বিএনপিকে শেষ করার একটা চেষ্টা চলছে; শুধু বিএনপিকে না পুরো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে বলে আদালতকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার এক মামলার শুনানিতে তিনি আদালতকে এ কথা জানান। শুনানি শেষে মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আদালত।

বিজ্ঞাপন

শুনানিতে অংশ নিয়ে মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন বলেন, ‘তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এমন কোনো কাজ তিনি করবেন তা কেউ বিশ্বাস করবে না। আর মহাসমাবেশের সুষ্ঠু পরিবেশে যেভাবে সাউন্ড গ্রেনেড মেরেছে তা বিশ্ব দেখেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত না। তার জামিন প্রার্থনা করছি।’

আরেক আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘তিনি একজন জাতীয় নেতা। দেশের ১০ জন রাজনীতিবিদের মধ্যে তিনি একজন। ওয়ার্ড কমিশনার থেকে রাজনীতি শুরু করে মেয়র ও মন্ত্রী হয়েছেন। মির্জা আব্বাস একটা নাম। কারণ, তিনি সারাজীবন ফেরার রাজনীতি করেছেন। আর মামলায় যে সময় দেখানো হয়েছে তখন কোনো লোক সেখানে ছিল না। জীবন বাঁচাতে মির্জা আব্বাস সেখান থেকে চলে যান। আটক করতে মামলা দিতে হবে। তাই মামলা দিয়ে তাকে আটক করেছে। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। সবকিছু খেতে পারেন না। রিমান্ডে নেওয়ার দরকার নেই। জামিন দিন। না হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করুন। জামিন চাচ্ছি। দিলে ধন্যবাদ, না দিলে রিমান্ড বাতিল চাচ্ছি।’

শুনানির এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান মির্জা আব্বাস। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে আদালত তাকে অনুমতি দেন। পরে মির্জা আব্বাস বলেন, ‘আমি আগে কখনোই আদালতে কথা বলিনি। কথাবার্তা এলোমেলো হতে পারে। ছোট্ট একটা গল্প দিয়ে কথা শুরু করতে চাই। এক এলাকায় এক রাতে প্রাইমারি স্কুলের এক শিক্ষককে পুলিশ ভুলে গ্রেফতার করে। অবশ্য সকালে তাকে ছেড়ে দেয়। এলাকার লোকজন তাকে জিজ্ঞাসা করে, কেন ছেড়ে দিল। তখন ওই শিক্ষক জানান, জেলখানায় একদিকে ছিল লোহা চোর, আরেকদিকে পাতিল চোর।’

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘৫০ বছর রাজনীতি করি। বিএনপি থেকে আমি তৈরি হয়েছি না হয় বিএনপি আমার থেকে তৈরি। ৫০ বছর বহু মিছিল মিটিং করেছি। অনেক সরকারের পতন ঘটিয়েছি। তবে এমন কোনো কাজ করিনি, এমন কোনো ঘটনা ঘটাইনি। বাংলাদেশ থেকে বিএনপিকে শেষ করার একটা চেষ্টা চলছে, শুধু বিএনপিকে নয় পুরো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে।’

সারাবাংলা/এআই/পিটিএম

বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর