৩ মাসেই ডেঙ্গুতে মৃত্যু ১০৯৭ জনের, আক্রান্ত ২ লাখের বেশি
১ নভেম্বর ২০২৩ ২০:১০ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ২০:১৯
ঢাকা: আগস্টের পর সেপ্টেম্বরেও ডেঙ্গু একের পর এক রেকর্ড ভাঙতে থাকলেও আশা করা হচ্ছিল অক্টোবরে কমবে এর প্রকোপ। তবে অক্টোবরেও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। এ মাসে ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫৯ জন, যা আগস্ট মাসের চেয়েও বেশি। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৪২ জনের। এর পরের মাস সেপ্টেম্বরে ডেঙ্গু প্রাণ নেয় আরও ৩৯৬ জনের। সে হিসাবে এই তিন মাসেই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে সহস্রাধিক মানুষের।
ডেঙ্গুর প্রকোপে এই তিন মাসে (আগস্ট-অক্টোবর) ডেঙ্গুকে আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই তিন মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন দুই লাখ ১৯ হাজার ৩৪৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এর আগে একটানা তিন মাসে এত বেশি মানুষের আক্রান্ত ও মৃত্যু দেখেনি বাংলাদেশ।
অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ৭৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩৫৯ জন। এ মাসে ডেঙ্গুতে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২০৯ জন নারী, পুরুষ ১৫০ জন। সে হিসাবে ডেঙ্গুতে মৃতদের ৫৮ শতাংশই ছিল নারী।
ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি হলেও আক্রান্তদের মধ্যে আবার এগিয়ে ছিলেন পুরুষরা। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পুরুষ ছিলেন ৩৯ হাজার ৪৩৮ জন, নারী ২৮ হাজার ৩৮১ জন। সে হিসাবে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৫৮ শতাংশ ছিলেন পুরুষ।
শেষ তিন মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় সেই সংখ্যাকেও। এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন ৭৯ হাজার ৫৯৮ জন। অক্টোবরে অবশ্য ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ৬৭ হাজার ৭৬৯ জনে। সে হিসাবে এই তিন মাসেই দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ ১৯ হাজার ৩৪৩ জন।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যায়ও আগস্টকে পেরিয়েছে সেপ্টেম্বর ও অক্টোবর। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আগস্টে ডেঙ্গু মৃত্যু হয়েছিল ৩৪২ জনের। সেখানে সেপ্টেম্বরে ৩০ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান ৩৯৬ জন। এরপর অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৯ জনের। অথচ এর আগে ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত মোট মৃত্যু হয়েছিল ৮৫৩ জনের।
নভেম্বরে কমবে ডেঙ্গু?
অক্টোবরে বৃষ্টি খুব একটা হবে না ধরে নিয়েই এ মাসে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে ধারণা করছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু অক্টোবরেও থেমে থেমে বৃষ্টিপাত কম হয়নি। এ কারণে এডিস মশার প্রজননও কমানো যায়নি বলেই নিয়ন্ত্রণহীন ছিল ডেঙ্গুর ভয়াবহতা। নভেম্বরের শুষ্ক আবহাওয়ার দিকেই এখন ভরসা করে তাকিয়ে আছেন তারা।
ভাইরোলজিস্ট ও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সারাবিশ্বেই হঠাৎ হঠাৎ তাপপ্রবাহ বেড়েছে, অন্যদিকে বেড়েছে অতিবৃষ্টিও। নির্ধারিত মৌসুমের বাইরে তাই বৃষ্টিও বেড়েছে। ফলে এখন সারাবছরই ডেঙ্গু থাকবে। তবে বৃষ্টির মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকবে।’
জাহিদুর রহমান আরও বলেন, গত বছরেও (২০২২ সালে) অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ছিল সবচেয়ে বেশি। এ বছরও অক্টোবরে ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন নভেম্বরে সেভাবে বৃষ্টি না হলে এবং মশা নিধন কর্মসূচি কার্যকরভাবে চালিয়ে যেতে পারলে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে।
সঠিক কর্মপরিকল্পনা প্রয়োজনীয়তার কথা জানিয়ে জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ডেঙ্গু যে দেশে ঢোকে, সেখান থেকে বের হয় না। কিন্তু একে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের দেশে দুই যুগের বেশি সময় ধরে এর নিয়ন্ত্রণে কার্যকর কিছুই করা হয়নি। এখনো যদি আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখতে চাই, সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
সবার সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু কোনো কমিউনিটিতে প্রবেশ করলে তাকে একেবারে নির্মূল করা যায় না। ভবিষ্যতে আরও নগরায়ন হবে, আরও উন্নয়ন হবে। সবখানেই মশার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করার দিতে মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সারাবাংলা/এসবি/টিআর