Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৯:১৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ২১:২৫

ঢাকা: রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের ট্রাফিকের সহকারী (এসি) কমিশনার ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়েলকাম পরিবহনের বাসটি রাজধানীর মতিঝিল থেকে গাবতলি সাভার হয়ে গাজীপুরের চন্দ্রায় যাচ্ছিল। বাসটিতে অনেক যাত্রী ছিল। পেছনের যাত্রী হঠাৎ দৌঁড় দিয়ে নেমে যায়। এ সময় আগুন আগুন বলে অন্যান্য যাত্রীরাও বাস থেকে আতঙ্কিত হয়ে নেমে যান। আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এসি বলেন, বাসটির পেছনের সিটে আগুন জ্বলছিল। পরে পুলিশ আশেপাশের লোকজন ও বাসের স্টাফদের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে করে বাসটি পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের ট্রাফিক জোনের সহকারী কমিশনার ইমরুল। এর আগে মতিঝিলের কমলাপুর ও মুগদা এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার সময় পুলিশ ও বাসের স্টাফরা দুইজনকে আটক করে। আর সকাল ৬টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় গাইবান্ধা রুটে চলাচলকারী একটি দুরপাল্লার বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

সারাবাংলা/ইউজে/এনইউ

আগুন ওয়েলকাম পরিবহন বাস রাজধানী শ্যামলী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর