Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৮:০১

ঢাকা: গত দু’দিনে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার (৩১ অক্টোবর) ও বুধবার (১ নভেম্বর) দু’দিনে ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বোরো মৌসুমে ১৭ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোরো মৌসুমে সমলয় চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রতিটি ব্লকের আয়তন হবে ৫০ একর। আর খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়াও প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন। পাশপাশি চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতাও দেওয়া হবে। বুধবার (১ নভেম্বর) এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আলু আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর