Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে অবরোধ সমর্থনে মিছিল থেকে লরিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৭:৩৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৮:২৯

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে রডবাহী একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার পন্থিছিলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার একটু আগেই পুলিশ মোতায়েন ছিল। অবরোধকারীরা ওই লরিতে আগুন দিয়েছে। একজনের পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব না।

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা বলেছে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে লরিটিতে আগুন লাগিয়েছে। গাড়িটি রড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এনইউ

অগ্নিসংযোগ চট্টগ্রাম টপ নিউজ লরি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর