Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরিশোধিত চিনির আমদানি শুল্ক এখন অর্ধেক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৭:০৬

ঢাকা: এবার অপরিশোধিত চিনির আমদানি শুল্ক অর্ধেক কমালো সরকার। বুধবার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রতিটন অপরিশোধিত সুগারবিট ও ক্যান সুগারের জন্য ১৫০০ টাকা আমদানি শুল্ক দিতে হবে। এতদিন প্রতি টন অপরিশোধিত চিনিতে তিন হাজার টাকা আমদানি শুল্ক দিতে হতো।

এছাড়া প্রতি টন পরিশোধিত (এইচএস কোড ১৭০১.৯৯.০০) চিনিতে আগের ছয় হাজার টাকার পরিবর্তে শুল্ক দিতে হবে ৩০০০ টাকা।

বর্তমানে বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ১৩০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৩৫ টাকা নির্ধারিত আছে।

চিনি শিল্পের সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুল্ক কমানোর ফলে প্রতি কেজি চিনিতে আমদানিকারকদের ব্যয় সাশ্রয় হবে।

সারাবাংলা/ইএইচটি/এমও

অপরিশোধিত চিনি আমদানি শুল্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর