Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৈত্রী এক্সপ্রেসে হামলা, মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৬:৩৯

ফাইল ছবি

ঢাকা: কলকাতা- ঢাকা রুটে চলাচল করা আন্তর্জাতিক ট্রেন মৈত্রীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর)
পাবনার ঈশ্বরদীতে দুপুর ১২টার দিকে এ হামলা ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার নিবিড় তদন্ত হচ্ছে। নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতি।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মৈত্রী ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল। পাবনা ঈশ্বরদী লোকোশেডের কাছাকাছি পৌঁছালে দুপুর ১২টার দিকে কিছু লোক এসে পর পর তিনটি ককটেল ছুঁড়ে মারে। এতে ট্রেনের জানালার গ্লাসের কাঁচ ভেঙে যায়। ট্রেনটি ঘটনাস্থল ত্যাগের পর সেখান থেকে ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ঈশ্বরদীর লোকোশেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১৫-১৬ জনের একদল যুবক লোকোমোটিভ শেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল, পাথর ও ইট ঢিল ছুড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিয়ে চলে যায়।

এ প্রসঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সারাবাংলাকে বলেন, দুর্বৃত্তদের ছোড়া ঢিলে একটি ৭২১৯ কোচের গ্লাসের ভেঙে গেছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর মামলা করা হবে।

সারাবাংলা/জেআর/আইই

মৈত্রী এক্সপ্রেস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর